বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের আইডেন্টিফাই করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রবি
৩১ অগাস্ট ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার রায় হয়েছে। কারা কোথায় রয়েছে, তাদের আইডেন্টিফাই করা হয়েছে। তাদের ফিরিয়ে আনা হবে। অবশ্যই ফিরিয়ে আনা হবে। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে রায় প্রতিষ্ঠিত করবো। বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে রায় প্রতিষ্ঠিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। নতুন প্রজন্ম আর পথ হারাবে না। প্রজন্মের পর প্রজন্ম মাথা উঁচু করে বলবে, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি এটাই আমাদের মুক্তিযোদ্ধাদের স্বপ্ন।

 

বৃহস্পতিবার  রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

 

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার রায় দেখার সৌভাগ্য হয়েছে। এখনও যারা বাকি আছে, তাদের ফিরিয়ে আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকেও হত্যার অপচেষ্টা চালিয়েছিল ২১ আগস্ট উল্লেখ করে তিনি আরো বলেন, ‘শুধু ২১ আগস্ট নয়, তাকে ১৯ বার হত্যার চেষ্টা চালানো হয়েছে। এ জন্য বারবার ষড়যন্ত্র করা হচ্ছে। বঙ্গবন্ধুকন্যাকে আমরা হারাতে চাই না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর