সামনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগে ২০২ সদস্য বিশিষ্ট নতুন
কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নতুন এ কমিটিতে রাখা
হয়নি মাওলানা মামুনুল হককে। সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী কেন্দ্রীয়
কার্যকরী কমিটি অনুমোদন করেছেন।
বৃহস্পতিবার সংগঠনটির প্রচার সম্পাদক কেফায়াতুল্লাহ আজহারীর স্বাক্ষরিত
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত
মোতাবেক সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট সাব-কমিটি
বৈঠক করে পূর্বের কমিটি ও বর্তমান কমিটির সমন্বয়ে একটি খসড়া কমিটির তালিকা প্রণয়ন করেন।
মহাসচিবের নেতৃত্বে সাব-কমিটির সদস্যরা হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ
বাবুনগরীর কাছে চট্টগ্রামস্থ বাবুনগর মাদরাসায় নতুন করে কমিটির পদায়নসহ ২০২ সদস্য বিশিষ্ট
কেন্দ্রীয় কার্যকরী কমিটি ও ৫৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের তালিকা পেশ করেন। এরপর
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী উপদেষ্টা পরিষদ এবং কেন্দ্রীয় কার্যকরী কমিটির
উভয় তালিকাকে অনুমোদন করেন।
এ সময় সাব-কমিটির সদস্যদের মধ্য থেকে মুফতি জসীমুদ্দীন, মাওলানা জুনায়েদ
আল হাবীব, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা মীর ইদরীস
ও মাওলানা কেফায়াতুল্লাহ আজহারী উপস্থিত ছিলেন।
আরআই