শরীয়তপুর শহরে চোর সন্দেহে জেসমিন (১২) খাতুন নামের এক কিশোরী গৃহকর্মীকে পিটিয়ে ও গলাটিপে ধরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গৃহকর্তার ছেলে নূর ফাহাদের (১৬) বিরুদ্ধে থানায় মামলা করেছেন ওই গৃহকর্মীর বাবা।
জেসমিন খাতুন শরীয়তপুর জেলার তুলাশার গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের মেয়ে। অভিযুক্ত নুর ফাহাদ শরীয়তপুর সদরের চর পাতানিধি মহল্লার মনির শেখের ছেলে।
এজাহার সূত্রে জানা গেছে, ৮ মাস আগে মনির শেখ তার বাসায় জেসমিন খাতুনকে গৃহকর্মী নিযুক্ত করেন। কাজ শুরুর পর অভিযুক্ত নুর ফাহাদ বিভিন্ন কারণে-অকারণে জেসমিনকে মারধর করতো। এর মধ্যে গত ২৯ আগস্ট বিকালে নূর ফাহাদের মায়ের ব্যাগ থেকে ৭শ’ টাকা হারিয়ে যায়। এ ঘটনায় জেসমিনকে সন্দেহ করা হয়, তাকে মারধরও করা হয়। কিন্তু টাকার হদিস না পাওয়ায় পরের দিন সকালে তাকে ফের মারধর শুরু করা হয়। মারধরের এক পর্যায়ে জেসমিনের গলাটিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেখান থেকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বিডি/সি/এমকে