পাবনার চাটমোহরে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএম ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের বাসায় দিনের বেলায় চুরি হয়েছে। বাসার আলমারী থেকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার চুরি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) এ ঘটনার সময় বাসায় কেউ ছিল না। এলাকাবাসী সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কাজীপাড়া মহল্লায় হাফিজুর রহমানের বাসা। তার স্ত্রীও চাকুরিজীবী। সকালে তারা দু’জনেই কর্মস্থলে চলে যান। বিকালে বাসায় ফিরে হাফিজুর রহমান চুরির বিষয়টি টের পান। আলমারি লক অবস্থায় থাকলেও চুরির করতে সেই লক ভাঙা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বল জানা গেছে।
এদিকে গুনাইগাছা গ্রামের এক বাড়ি থেকে বুধবার রাতে নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার চুরি করা হয়েছে। বাড়িটি অলোক মজুমদারের।
প্রসঙ্গত, চাটমোহর উপজেলায় বেশ কিছুদিন হচ্ছে চোরের উৎপাত বেড়েছে।
বিডি/সি/এমকে