শ্রীলঙ্কার মাটিতে দেশটিকে বড় ব্যবধানে হারানোর সুখ স্মৃতি আছে বাংলাদেশের।
সেই দেশটির কাছে এশিয়া কাপের মতো বড় আসরে এমন পরাজয় মানতেই পারছেন না ভক্তরা। এ জন্য
অনেক ভক্তই টিম ম্যানেজমেন্টকে দোষী করছেন। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের কাছেও এমন
বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ম্যাচ শেষে হারের বিষয়ে বেশ কিছু কারণ তুলে ধরেছেন অধিনায়ক
সাকিব আল হাসান।
ম্যাচ শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে এমন হারের পেছনে ব্যাটারদের ব্যর্থতার
পাশাপাশি বোলারদের সঠিক সময়ে ব্রেকথ্রু এনে দিতে না পারাকে দুষলেন সাকিব।
ব্যাটারদের ব্যর্থতা প্রসঙ্গে সাকিব বলেন, ‘এটা ৩০০ রানের উইকেট ছিল। আমাদের
অন্তত ২২০-২৩০ রান করা উচিত ছিল। কিন্তু আমাদের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায়
তা হয়নি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা সেরাটা দিতে পারিনি। সামনে আমাদের আরও বড় ম্যাচ
আছে, সেদিকেই এখন নজর দিতে হবে। নিজেদের ভুলগুলো যত তাড়াতাড়ি সম্ভব শুধরে নিতে হবে।’
বোলারদের প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমরা যখন ৩০ রানে ৩ উইকেট তুলে নিই, তখন
আমাদের দ্রুত আরও ২-৩টা উইকেট প্রয়োজন ছিল। তবে আমরা তা পাইনি। বোলাররা ভালো করার চেষ্টা
করেছে, তবে স্কোরবোর্ডে যথেষ্ট রান ছিল না। এ ম্যাচে আমরা কোনো বিভাগেই নিজেদের সেরা
ছন্দে ছিলাম না।’
লঙ্কানদের কাছে হারের ফলে এশিয়া কাপে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বাংলাদেশের
জন্য। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। তবেই টিক থাকার সম্ভবনা
থাকবে।
আরআই