তালপাকা গরমে সুখবর দিল আবহাওয়া অফিস

রবিউল ইসলাম
০১ সেপ্টেম্বর ২০২৩

ভাদ্রের তাল পাকা গরমে জনজীবনের বেতাল অবস্থা। গরমে নাভিশ্বাস উঠেছে যেন। গুমোট গরমে দিনভর ঘামতে থাকে সারা শরীর। ভাদ্রের এ গরম যেন গ্রীষ্মের কাঁঠাল পাকা গরমকেও হার মানাচ্ছে। এমন পরিস্থিতে বৃষ্টির জন্য মুখিয়ে আছে সবাই। তবে দেশের আট জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

 

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর