মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৩

নদীতে শখ করে ছিপ দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আলী হাসান (১৮)নামে এক যুবকর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সীমান্তবর্তী কালিন্দি নদীতে দুর্ঘটনাটি  ঘটে।

আলী হাসান শ্যামনগর উপজেলার পরানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

তার বড় ভাই  আল আমিন জানায় , একই এলাকার  মহাদেব মন্ডলের ছেলে সুজন মন্ডলের সঙ্গে নদীতে মাছ ধরতে যান আলী হাসান। সেখানে নৌকায় মাছ ধরছিলেন তাদের  বাবা রফিকুল ইসলাম। বেলা  ১২টার দিকে জোয়ারের পানি নৌকাটির মধ্যে ঢুকে পড়ে। এ সময় আলী হাসান  নৌকা বাঁধা দড়ি খুলতে যায়। কিন্তু সেই দড়ি তার পায়ে পেচিয়ে যাওয়ায় পানিতে ডুবে  মৃত্যু হয় তার।

শ্যামনগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা(ওসি)  আবুল কালাম আজাদ জানান, মরদেহ  ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর