সাতক্ষীরায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সন্দীপ মন্ডল (৩২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার হরিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সন্দীপ মন্ডল কালিগঞ্জ উপজেলার রবীন্দ্র নাথ মন্ডলের ছেলে। শুক্রবার (১ সেপ্টেম্বর) র্যাব-৬ (সাতক্ষীরা)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
র্যাব-৬ কোম্পানির ভারপ্রাপ্ত কামান্ডার নাজমুল হক জানান, ২০১৬ সালে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় সন্দীপ মন্ডল। ওই সময় তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা হয়। মামলার বিচারকার্য শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ডসহ ১০ হাজার টাকা অর্থদন্ড দেন। গ্রেফতার এড়াতে দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতো সে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়
বিডি/কিশোর কুমার/সি/এমকে