সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন

সাতক্ষীরা প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৩

বছর পর সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক  কমিটি গঠন করা হয়েছে । আহবায়ক করা হয়েছে সদর উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান মিজানকে। এ কমিটিকে ১ সেপ্টেম্বর হতে ৯০ দিনের মধ্যে জেলা যুবলীগের অধীনস্থ সব কমিটির সম্মেলন শেষ করে জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে  তথ্য জানা গেছে।

 আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম-আহবায়ক স আব্দুস সাত্তার, কাজী নজরুল ইসলাম হিল্লোল এবং  এসএম মারুফ তানভীর হোসেন সুজন; সদস্য- মীর মহিতুল আলম, সরদার জাকির হোসেন, শেখ নাজমুল ইসলাম, সৈয়দ মহিউদ্দিন হাসেমি তপু, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন অনু, শেখ আব্দুর সালাম, জাহিদ হোসেন, রেজা আল আমিন শুভ, হাবিবুর রহমান সবুজ, শেখ তামিম আহমেদ সোহাগ, রবিউল ইসলাম, প্রভাষক মঈনুল ইসলাম, সৈয়দ আমিনুর রহমান বাবু, রেজাউল ইসলাম রেজা, ইমরান হোসেন বশির আহমেদ।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর