ছাত্রলীগ আদর্শ ধরে রেখে এগোলে দেশের অগ্রযাত্রাকে কেউ ঠেকাতে পারবে না

রবিউল ইসলাম
০১ সেপ্টেম্বর ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ছাত্রলীগ যখন মানুষের প্রয়োজনে এগিয়ে যায়, দেখে আমার বুক ভরে যায়। এভাবেই ছাত্রলীগ যদি আদর্শ ধরে রেখে এগিয়ে যেতে পারে, তাহলে দেশের অগ্রযাত্রকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না।’

 

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘মানুষের অধিকার আদায়ের জন্যই ছাত্রলীগের জন্ম। ছাত্রলীগ সবসময় আন্দোলন-সংগ্রামে গৌরবজনক ভূমিকা পালন করেছে। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে ছেষট্টির ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধেও ঝাঁপিয়ে পড়েছে ছাত্রলীগ।’

 

জাতির পিতাকে হত্যার পর প্রতিবাদ ছাত্রলীগই করেছে মন্তব্য করে শেখ হাসিনা আরো বলেন, ‘পঁচাত্তরের পর আমি ও আমার ছোট বোন শেখ রেহানা ছিলাম দেশের বাইরে, নির্বাসনে। সেখান থেকে আমদের ফিরিয়ে আনার দাবিও ছাত্রলীগই প্রথম তুলেছিল।

 

আরআই


মন্তব্য
জেলার খবর