সৈয়দপুরে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারী প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৩

বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আনন্দ শোভাযাত্রা সমাবেশ হয়েছে। শুক্রবার ( সেপ্টেম্বর) বিকালে সৈয়দপুর জেলা বিএনপি কর্মসূচীর আয়োজন করে।

এদিন বিকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি অফিসের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ওই অফিসের সামনেই সমাবেশ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি' আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, শওকত হায়াত শাহ, সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার প্রামাণিক, মানোয়ার হোসেন,  এম পারভেজ লিটন। সৈয়দপুর উপজেলা সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর সভাপতি হাজী রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, জেলা যুবদল আহ্বায়ক তারিক আজিজ, মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু, সাধারণ সম্পাদক রিপা বেগম, কৃষকদল সভাপতি মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান সরকার দিনার, ছাত্রদল সভাপতি আরমান, সাধারণ সম্পাদক বাপ্পি প্রমুখ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শাহীন আকতার।

 

বিডি/রাশেদুল ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর