পাবনার চাটমোহরে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আলাদা স্থানে স্থানীয় বিএনপির দুই গ্রুপ এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
একটি গ্রুপের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম। অপর গ্রুপের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা।
এদিকে জাতীয় নির্বাচনের আগে, নিরপেক্ষ-নির্দলীয় নির্বাচনকালীন সরকারের দাবিতে বিএনপির আন্দোলন চলাকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গ্রুপে বিভক্ত হয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই।
সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলামের নেতৃত্বাধীন গ্রুপ শহরের বালুচর খেলার মাঠ এলাকায় প্রতিষ্ঠা পালন করে। সেখান থেকে বের হয় বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে ছিল সংক্ষিপ্ত আলোচনা সভা। এ গ্রুপের কর্মসূচিতে উপস্থিত ছিলেন- পাবনার জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার, চাটমোহরের বিএনপি নেতা আব্দুর রহিম কালু, সেলিম রেজা, মাহমুদুল হাসান, রবিউল করিম তারেক, পৌর বিএনপির আহবায়ক এ এম জাকারিয়া, যুবদল নেতা সাইদুল রহমান, জিয়ারুল হক সিন্টু, ছাত্রদল নেতা ফুলচাদ হোসেন শামীম, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আসাদুজ্জামান লেবু, যুবদলের ফারুক হোসেন প্রমুখ।
ওদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার নেতৃত্বে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয় শহরের স্টারমোড় এলাকায়। তাদের বর্নাঢ্য শোভাযাত্রা বের হয় স্থানীয় বাসট্যান্ড থেকে। শোভাযাত্রা শেষে স্টার মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। দলীয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিডি/সি/এমকে