প্রায় ২ লাখ ৯০ হাজার টাকা বেতনে গৃহকর্মী নিচ্ছে দক্ষিণ কোরিয়া। দেশটির
নারীদের সন্তান গ্রহণ এবং পুনরায় কাজে ফেরার সুযোগ তৈরি করে দিতে বিদেশ থেকে গৃহকর্মী
নেয়ার পরিকল্পনা করেছে দেশটির সরকার। খবর রয়টার্সের।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সিউল সিটি পরিকল্পনা নামে একটি পাইলট কর্মসূচির
আনুমোদন দিয়েছে দেশটি। এরই আওতায় প্রাথমিকভাবে ১০০ জন বিদেশি গৃহকর্মী নেবে দেশটি।
গত সপ্তাহে সিউলের মেয়র ওহ সে-হুন এক ফেসবুক পোস্টে বলেন, বিদেশী গৃহকর্মীরা
আমাদের সমাজকে পুনরুজ্জীবিত করতে পারেন। বিশেষ করে ক্যারিয়ার বিরতির ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে
সাহায্য করতে পারে।
দেশটির কর্মকর্তারা বলেছেন, ডিসেম্বরের প্রথম দিকে এ পাইলট কর্মসূচি শুরুর
পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়া। এতে গৃহকর্মীদের সম্ভাব্য উৎস হিসেবে ফিলিপাইনের সাথে
আলোচনা চলছে।
দক্ষিণ কোরিয়ার বর্তমান নিয়ম অনুযায়ী কেবল কিছু সংখ্যক বিদেশি, যেমন- কোরীয়
নাগরিকদের স্ত্রী এবং জাতিগত কোরীয়রাই দেশটিতে গৃহকর্মী হিসেবে কাজ করার অনুমতি পান।
আরআই