সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে (১১ মার্চ) সব সূচকের উত্থান হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৭০ কোটি টাকা। কমেছে বাজার মুলধনের পরিমাণও। শেয়ার লেনদেন হয় ৩৪৭টি কোম্পানির।
এসব কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১২২টির এবং বাকি ১১৫টির শেয়ারদর অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ৮০৯ কোটি ৫০ লাখ ১৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৮৭৯ কোটি ৭৩ লাখ ৭১ হাজার টাকা। বৃহস্পতিবার ২০ কোটি ১০ লাখ ৯৭ হাজার ৩১৪টি শেয়ার এক লাখ ৬১ হাজার ৬২৫ বার হাতবদল হয়। শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান পতনের চিত্র ছিল লেনদেনে।
প্রধান সূচক ডিএসইএক্স পাঁচ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৫৬৮ দশমিক ৮৫ পয়েন্টে পৌঁছায়, ডিএসইএস সূচক এক দশমিক ৯১ পয়েন্ট বেড়ে এক হাজার ২৬৫ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করে,ডিএস৩০ সূচক চার দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দুই হাজার ১৫৪ দশমিক ৬৬ পয়েন্টে স্থির হয়। বাজার মূলধন দুই হাজার ৩৬১ কোটি ৭৯ লাখ ৫৯ হাজার টাকা কমে দাঁড়ায় চার লাখ ৮২ হাজার ৮৫৪ কোটি ৩০ লাখ ৮৪ হাজার টাকায়। টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) লিমিটেড। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড।
এমকে