লিপস্টিক বেশিক্ষণ ধরে রাখার টিপস

রবি
০২ সেপ্টেম্বর ২০২৩

পার্টি কিংবা বিয়েবাড়ি অথবা কোনো অফিসিয়াল অনুষ্ঠান সবখানে নারীদের সাজে উল্লেখযোগ্য মেকাপ হলো লিপস্টিক। এই লিপস্টিক ছাড়া যেকোনো সাজই যেন অসম্পূর্ণ। আর সেই লিপস্টিক যদি ঘণ্টা না পেরোতেই ছড়িয়ে যায় তাহলে পুরো লুকটাই যেন নষ্ট হয়ে যায়। অনেক সময় লিপস্টিক দাঁতে লেগেও পড়তে হয় বিড়ম্বনায়। লিপস্টিক যেন ঠোঁটে থাকতেই চায় না। এসব সমস্যার সমাধানে মানতে হবে কিছু টিপস।

 

১। লিপস্টিক দেওয়ার আগে ঠোঁটের মরা চামড়া তুলে নিতে হবে। আর মরা চামড়া তুলতে আগে ঠোঁটে সামান্য চিনি ও মধু একসঙ্গে মিশিয়ে ঘষে নিন। এরপর ভালো করে ঠোঁট ধুয়ে মুছে তাতে প্রাইমার লাগান। অথবা লিপ বাম লাগিয়ে ঠোঁট ময়েশ্চারাইজ করে নিন। এবার ঠোঁটে ফাউন্ডেশন লাগান। তারপর আপনার পছন্দের রঙের লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙিয়ে তুলুন। এভাবে লিপস্টিক লাগালে এটি অনেকক্ষণ স্থায়ী হবে।

 

২। ঠোঁটে লিপস্টিক লাগিয়ে এরপর লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। চেষ্টা করুন একই রঙের শেড বেছে নিতে।

 

৩। এক টুকরো টিস্যু দুই ঠোঁটের মাঝে চেপে ধরে বাড়তি লিপস্টিক মুছে নিন। সামান্য ট্যালকম পাউডার লাগিয়ে নিন লিপস্টিকের উপর। এতে লিপস্টিকে একটি ম্যাট লুক আসবে।

 

৪। লিপস্টিক সরাসরি ঠোঁটে না লাগিয়ে ব্রাশের সাহায্যে লাগাতে পারেন। এতে লিপস্টিক ভালোভাবে ব্লেন্ড হবে ও দাঁতে লাগবে না। গ্লসি লিপস্টিক হলে আগে লিপ লাইনার ব্যবহার করবেন। তাহলে লিপস্টিক ছড়িয়ে পড়বে না।


মন্তব্য
জেলার খবর