মন্তব্য
গ্রুপ পর্বের শেষ ম্যাচে অংশ নিতে পাকিস্তানের লাহোরে পৌঁছেছে বাংলাদেশ
ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে লাহোরে পৌঁছায় সাকিবরা। শ্রীলঙ্কা
থেকে পাকিস্তানে গিয়ে বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে না বাংলাদেশ। কালই মাঠে নামবে বাংলাদেশ।
এশিয়াকাপে টিকে থাকতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া কোনো উপায় নেই।
শুধু জয় নয়, বড় ব্যবধানে জয় নিতে হবে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে
বাজেভাবে হেরে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে
শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। প্রথম ম্যাচের ভুল শুধরে নিয়ে এদিন মাঠে নামতে
হবে সাকিব-মুশফিকদের।
আরআই