মন্তব্য
সাতক্ষীরার শ্যামনগরের খোলপেটুয়া নদী থেকে মনোরঞ্জন মন্ডল (৬৬) নামে এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এর আগে রাত আড়াইটা দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারের পাশে আইবুড়ি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি।
মনোরঞ্জন মন্ডল মথুরাপুর গ্রামের মৃত দেবেন্দ্র নাথ মন্ডলের ছেলে। মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম মৃধা জানান, রাতে নদীতে মাছ ধরতে যাওয়ার পর মনোরজ্ঞন নিখোঁজ হয়। সকালে বাড়িতে না আসায় তার পরিবারের সবাই খোঁজাখুজি শুরু করে।
শ্যামনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, লাশ ময়ন্তাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বিডি/কিশোর কুমার/সি/এমকে