ছবি- প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে তিস্তার পর এবার ব্রহ্মপুত্র অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাজারের বেশী পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। খাবার, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সংকটে ভুগছেন তারা।
উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মশালেরচর, বতুয়াতলী, দক্ষিণ বালাডোবা, উত্তর বালাডোবা, রসুলপুর চরসহ বেগমগঞ্জ ইউনিয়নে হাজার পরিবার পানিবন্দি। সাহেবের আলগা ইউনিয়নের মাঝের আলগা, ২৭ দাগের চর, মেকুরের আলগা, পূর্ব দইখাওয়া নামাপাড়া, আইরমারীর চর, নামাজের চর, সুখের বাতির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কোথাও কোথাও সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, লোকজন কলার গাছের ভেলা ও নৌকায় যাতায়াত করছেন।
আইরমারীর চরের বাসিন্দা আইয়ুব আলী মন্ডল বলেন, ব্রহ্মপুত্রের পানি বাড়ায় তিন দিন ধরে পানিবন্দি এখানকার বাসিন্দারা। খাবার ও বিশুদ্ধ পানি সংকটে আছি। কোন ত্রাণ তৎপরতা নেই।
বেগমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, তার ইউনিয়নের প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি। দুই শতাধিক পরিবারের বসতভিটা প্লাবিত হয়েছে। দুই মেট্রিক টন করে চাল দুই দফায় পাওয়া গেছে। প্রতিবছর বন্যা ও নদী ভাঙনের শিকার বেগমগঞ্জ ইউনিয়নে বরাদ্দ বেশি দেওয়া দরকার।
কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ব্রহ্মপুত্র ছাড়া জেলার অন্যান্য নদ-নদীর পানি কমছে। তবে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় বড় কোনো বন্যার আশঙ্কা নেই।
বিডি/রোকন মিয়া/সি/এমকে