কমিউনিটি ভিশন সেন্টার হবে প্রতিটি উপজেলায়

১২ মার্চ ২০২১

চোখের চিকিৎসায় পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় ‘কমিউনিটি ভিশন সেন্টার’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১১ মার্চ)  ৭০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ‘কমিউনিটি ভিশন সেন্টার’ কার্যক্রমের উদ্বোধনকালে এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু প্রধানমন্ত্রী হিসেবে নয়, জাতির পিতার কন্যা হিসেবেও মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা আমার দায়িত্ব। সে দায়িত্ববোধের জায়গা থেকেই এটা করছি। অন্ধ জনে আলো দেওয়ার চেয়ে বড় কাজ হতে পারে না। 

শেখ হাসিনা বলেন, মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে  সেবা দিতে কাজ করছে তার সরকার। জন্মান্ধতা দূর করার জন্য প্রসূতি মাকে চিকিৎসা দেওয়া শুরু করেছি। প্রসবের আগে ইনজেকশন দিয়ে দেওয়া হয়। তাই জন্মান্ধ হওয়ার হার কমেছে। এছাড়াও ভিটামিন- এসহ নানা টিকা দিয়ে রোগ যাতে না হয়, সে ব্যবস্থা করছি। যক্ষ্মাসহ নানা রোগ হলেও চিকিৎসার ব্যবস্থা করছি।

অনুষ্ঠোনে আরও বক্তব্য দেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, ন্যাশনাল আই কেয়ারের পরিচালক প্রফেসর ডা. গোলাম মোস্তাফা, স্বাস্থ্য বিভাগের সচিব আবদুল মান্নান প্রমূখ। 

এমকে
 


মন্তব্য
জেলার খবর