রোববার ভোরে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হবে

রবি
০২ সেপ্টেম্বর ২০২৩

রাজধানীবাসীর যানজট নিরসনে এবার উদ্বোধন করা হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয় তথা উড়াল মহাসড়ক। বিমানবন্দরের কাওলা টু ফার্মগেট অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভোর ছয়টা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশে যান চলাচল শুরু হবে। এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যানবাহন ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে কাওলা প্রান্ত থেকে ফার্মগেট পর্যন্ত আসতে পারবেন।

 

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে ৪টার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এ অংশের উদ্বোধন করা হয়।

 

উদ্বোধন উপলক্ষে বিকেলে শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

উদ্বোধনী ফলকের উভয়প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশেনের মেয়র আতিকুল ইসলাম, শেখ ফজলে নূর তাপসসহ মন্ত্রণলায় ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফলক উন্মোচনে অংশ নেন।

 

মূলত কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকা পর্যন্ত যাবে এক্সপ্রেস ওয়ে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর