১১তম সংসেদের ২৪তম অধিবেশন কাল

রবি
০২ সেপ্টেম্বর ২০২৩

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন আগামীকাল রবিাবার থেকে শুরু হচ্ছে। বিকাল ৫টা থেকে শুরু হবে এ অধিবেশন। এর আগে কতদিন অধিবেশন চলবে নির্ধারণ করা হবে বিকাল ৪টায়।

 

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের উপস্থিত থাকবেন।

 

অধিবেশনে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব এবং স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেবেন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সিনিয়র সদস্য অধিবেশনের সভাপতিত্ব করবেন।

 

এবারের অধিবেশনে কোভিড টেস্টের প্রয়োজন হয়নি। সংসদ অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

 

আদেশে বলা হয়, শনিবার রাত ১২টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সকল প্রকার অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও যেকোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষেধ করা হয়েছে।

 

যেসব এলাকায় এই নিষেধাজ্ঞা বহাল থাকবে:

১। ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত।

 

২। বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।

 

৩। পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।

 

৪। মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল পর্যন্ত।

 

৫। রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং পর্যন্ত।

 

৬। ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউ এর পশ্চিম প্রান্ত পর্যন্ত।

 

৭। জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।

 

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর