রোনালদোর কারিশমায় ৫-১ গোলে আল নাসরের জয়

রবি
০৩ সেপ্টেম্বর ২০২৩

সৌদি প্রো লিগে আল-হাজমের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় তুলে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এদিন ক্রিস্টিয়ানো রোনালদো পেশাদার ক্যারিয়ারের ৮৫০তম গোল পূর্ণ করেছেন। শনিবার কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

 

ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানে ছাড়াও এ ম্যাচে আল নাসরের বাকি গোলগুলো করেছেন ওতাভিও, আব্দুল রাহমন গরিব ও আব্দুল্লাহ আল-খইবারি।

 

আল-হাজমের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকে আল নাসর। তবে গোলের দেখা পায় ম্যাচের ৩৩ মিনিটের মাথায়। প্রথম গোলটি করেন আব্দুল রহমান গরিব। রোনালদোর বানিয়ে দেওয়া বলে প্লেসিং শটে গোল করেন এ সৌদি। এর আগে অবশ্য ২৩ মিনিটের সময় রোনালদোর শট ঠেকিয়ে দেন আল-হাজমের গোলরক্ষক।

 

প্রথমার্ধের যোগ করা সময়ের অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আব্দুল্লাহ আল-খাইবারি। কর্নার থেকে পাওয়া বলে জোরাল শটে গোল করেন তিনি।

 

বিরতি থেকে ফিরেই অবশ্য একটা গোল শোধ করে আল-হাজম। দূরপাল্লার শটে দারুণ এক গোল করেন মুহাম্মেদ বাদামোসি।

 

৫৭ মিনিটে ফের গোলের দেখা পায় আল নাসর। এ গোলের পেছনেও আছে রোনলাদোর অবদান। মার্সেলো ব্রোজোভিচের সঙ্গে ওয়ানটু খেলে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রোনালদো। এরপর পাস বাড়ান ফাকায় দাঁড়িয়ে থাকা ওতাভিওকে। প্লেসিং শটে বল জালে জড়ান রোনালদোর স্বদেশি এ তারকা।

 

দুই গোলে অবদান রাখা রোনালদোও অবশ্য গোলশূন্য থাকেননি। ডি-বক্সে পাস খেলতে খেলতে গারিবের পা থেকে বল পান ফাকায় দাঁড়ানো রোনালদো। জোরাল শটে বল জালে জড়ান পর্তুগিজ মহাতারকা। এটি তার ক্যারিয়ারের ৮৫০তম গোল। চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা রোনালদো ৪ ম্যাচে ৬ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর