ফিলিস্তিনের গাজায় এক বসায় ১৪শ’ ৪২ জন হাফেজ পবিত্র কুরআন ক্ষতম করেছেন।
কুরআন পাঠ সম্পন্ন করার পর তাদেরকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছেন। সম্প্রতি গাজা শহরের
ইয়ারমুক স্টেডিয়ামে কুরআন পাঠের এ অুনষ্ঠানের আয়োজন করা হয়।
গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি
সংস্থা দারুল কোরআন আল-করিম ওয়াস সুন্নাহ। ‘সাফওয়াতুল হুফফাজ’ প্রকল্পের দ্বিতীয় পর্বে
এক বৈঠকে পুরো কোরআন মুখস্থ শুনানিতে তারা অংশ নেন।
দারুল কোরআন আল-করিম ওয়াস সুন্নাহর পরিচালনা পর্ষদের প্রধান ড. আবদুর রহমান
আল-জামাল বলেছেন, ‘সবার অন্তরে পবিত্র কোরআনের প্রতি মর্যাদা বৃদ্ধি করতে আমরা এ আয়োজনের
উদ্যোগ নিয়েছি। যারা পুরো কোরআন এক বৈঠকে মুখস্থ শুনিয়েছে, আমরা তাদের সম্মাননা দিয়েছি।
যারা পবিত্র কোরআন মুখস্থ করে, এর সংরক্ষণের উদ্যোগ নেবে, মহান আল্লাহ তাদের মর্যাদা
বৃদ্ধি করবেন।
তিনি আরো বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে এখন সবার মধ্যে এক বৈঠকে কোরআন
শোনানোর আগ্রহ তৈরি হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি, শিশুসহ বিভিন্ন
পেশার নানা বয়সী পুরুষ ও নারী আমাদের উদ্যোগে অংশ নিয়েছেন। তাই দৃঢ় ইচ্ছা থাকলে কোরআন
মুখস্থ করার ক্ষেত্রে কোনো কিছু প্রতিবন্ধক হতে পারে না।’
এর আগে ‘সাফওয়াতুল হুফফাজ’ প্রকল্পের প্রথম পর্বে ১৪৭১ জন হাফেজ পুরো কোরআন
এক বৈঠকে শোনান। তাতে শিক্ষক, চিকিৎসক, সেনা কর্মকর্তাসহ নানা পেশার নারী ও পুরুষ অংশ
নেন।
আরআই