'জাওয়ান' মুক্তির দিনই প্রকাশ পাবে সালমান খানে 'টাইগার ৩'

International
০৩ সেপ্টেম্বর ২০২৩

বলিউডের আলোচিত জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফকে আবারও এক সাথে পর্দা দেখা যাবে। দর্শকদের মাঝে হাজির হতে চলেছে 'টাইগার ৩' সিনেমা। সম্প্রতি এ সিনেমাটির পোস্টার প্রকাশিত হয়েছে নেট দুনিয়ায়।

 

জানা গেছে এই সিনেমায়, অবনীশ সিং রাঠরের চরিত্রে সালমান ও জয়ার চরিত্রে থাকবেন ক্যাটরিনা কাইফ।

 

শোনা যাচ্ছে, শাহরুখ খানের নতুন ছবি 'জওয়ান' সিনেমা মুক্তির দিনই প্রকাশ পাবে 'টাইগার ৩' সিনেমার ট্রেইলার। আগামী ৭ সেপ্টেম্বর প্রকাশ পাবে এই সিনেমার ট্রেইলার। তবে সিনেমাটি উপভোগ করতে হলে জানা থাকতে হবে সালখানের পুরোনো তিন সিনেমা 'টাইগার জিন্দা হ্যায়', 'ওয়ার' ও 'পাঠান'-এর গল্প। কারণ 'টাইগার ৩' এই তিন সিনেমার প্রেক্ষাপটেই সাজানো।

 

এদিকে সালমান নিজের সোশ্যাল হ্যান্ডেলে শনিবার (২ আগস্ট) নতুন এ সিনেমার পোস্টার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। ক্যাটরিনা কাইফকেও সিনেমাটির পোস্টার শেয়ার করতে দেখা গেছে।

 

মনীশ শর্মা পরিচালিত ও আদিত্য চোপড়া প্রযোজিত নতুন সিনেমা 'টাইগার ৩'। সিনেমায় সালমান ও ক্যাটরিনার পাশাপাশি শাহরুখ খানের 'পাঠান' রূপে ক্যামিওর সঙ্গে এই সিনেমায় দেখা যাবে ইমরান হাশমি, রেবতী, রণবীর শোরে, বিশালের মতো তারকাদের।


মন্তব্য
জেলার খবর