সঙ্গী পরকীয়া করছে? জানলে যা করবেন

নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২৩

বর্তমান সময়ে অনেকেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ছেন। যা আদৌতে নারী-পুরুষ কারো জন্যই সুখকর কোনো ফলাফল বয়ে আনে না। জীবন সঙ্গীকে ঠকিয়ে আরেক সম্পর্কে জড়িয়ে পড়লে কেউই সুখী হতে পারে না। তবে আপনার সঙ্গী অনাকাঙ্ক্ষিত এই কাজটি যদি করেই ফেলে তাহলে বুঝবেন কীভাবে যে সে পরকীয়ায় পা দিয়েছে? আর জানার পর কেমন হওয়া উচিত আপনার প্রতিক্রিয়া। চলুন জেনে নেওয়া যাক- 

 

 

১। চেষ্টা করুন পজিটিভ থাকতে। যদিও এমন পরিস্থিতে সেটা কঠিন। রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন ন। সঙ্গীর সঙ্গে আগে কথা বলুন, তাকে বোঝান। সে যদি আর ভুল বুঝতে পেরে সুযোগ চায় তবে তাকে সুযোগ দিন।

 

২। দুজনের মাঝে দূরত্ব তৈরির আগে কিছুটা সময় নিন। হতে পারে যে তার এই সম্পর্কটা আপনার সঙ্গীর সাময়িক ভুল। খুব দ্রুতই সে তার ভুল বুঝতে পারবে এবং সমস্ত আকর্ষণ দূর করে আপনার কাছেই ফিরে আসবে। তাই অন্তত পক্ষে সঙ্গীকে ফিরে আসার সুযোগ দিন।

 

৩। সে কী চায় তা আগে শুনুন। কেন সে এই ভুল পথে পা বাড়ালো সেটি জানুন। তার মানসিক অবস্থা বুঝতে চেষ্টা করুন। তার সঙ্গে বোঝাপড়া করুন। তারপর সিদ্ধান্ত নিন।

 

৪। আর যদি তাকে কোনোভাবেই দুজন দুজনকে আবার মেনে নিতে না পারেন তবে যত দ্রুত সম্ভব বোঝাপড়ার মাধ্যমে দুজন আলাদা হয়ে যান। সেটিই দুজনের ভবিষ্যতের জন্য ভালো।

 

তবে এসব ক্ষেত্রে একেবারেই সঙ্গীর প্রতি প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। পরীকিয়া যেমন কোনোভাবেই কাম্য নয় তেমন সঙ্গীর ক্ষতি চাওয়াটাও আপনার জীবনে ভালো কিছু এনে দেবে না।


মন্তব্য
জেলার খবর