মন্তব্য
পাবনার চাটমোহরের বেজপাড়া গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আর্থিক অঙ্কে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত গৃহকর্তার এক স্বজন।
রোববার (৩ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, আগুনে ঘরের সব আসবাবপত্র, জামা-কাপড়, কিছু স্বর্ণালঙ্কার ও ১০মণ পাট পুড়ে গেছে। ঘরে রাখা নগদ ৩৫ হাজার টাকার সঙ্গে গুরুত্বপূর্ণ কাগজাদিও ছাই হয়ে গেছে। পড়শিরা ছুটে এসে আগুন নেভায়। এ সময় ঘরে কেউ ছিল না। আবুল কালাম আজাদ পরিবার নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
বিডি/সি/এমকে