সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৩

গাছ লাগিয়ে যত্ন করি, প্রজন্মের দেশ গড়ি- স্লোগান নিয়ে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী  বৃক্ষরোপণ অভিযান বৃক্ষ মেলা শুরু হয়েছে।  

রোববার ( সেপ্টেম্বর) শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।  মেলায় ৩০ টি স্টল স্থান পেয়েছে।

এদিকে উদ্বোধনের আগে শহরের গভমেন্ট গার্লস স্কুলের সামনে হতে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ওদিকে মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা, যশোর অঞ্চলের হকারি বন রক্ষক অমিতা মন্ডল, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম.  সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি নুরুল আমিন সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস বাবলু প্রমূখ।

 

বিডি/কিশোর কুমার/সি/এমকে


মন্তব্য
জেলার খবর