২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলের নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দীনকে (৪৩) গ্রেফতার র্যাব।
শনিবার (২ সেপ্টেম্বর) রাতে চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলাউদ্দীন কলারোয়ার উপজেলার ইলিশপুর এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে। সাতক্ষীরা র্যাব -৬ কোম্পানির ভারপ্রাপ্ত কামান্ডার (এ এস পি) নাজমুল হক এ তথ্য জানান।
ভারপ্রাপ্ত কামান্ডার (এ এস পি) নাজমুল হক মামলার বারত দিয়ে আরও জানান, ২ তৎকালীন বিরোধী দল নেতা শেখ হাসিনা সাতক্ষীরা সদর হাসাপাতালে এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে আসেন। সেখান থেক যশোর ফেরার পথে কলারোয়া এলাকায় সন্ত্রাসীরা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়।
এ ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে মামলা হয়। গত ১৮ এপ্রিল সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিচারক এ মামলায় রায় দেন। রায়ে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৮জন আসামি বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে আলাউদ্দীন একজন। সে হামলার পরিকল্পনাকারী এবং বিস্ফোরক বহনকারীদের মধ্যে অন্যতম।
তিনি জানান, আলাউদ্দীন পলাতক ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিডি/কিশোর কুমার/সি/এমকে