এলপি গ্যাসের নতুন দর নির্ধারণ, দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২৩

দেশের বাজারে বেসরকারি পর্যায়ে এলপি গ্যাসের নতুন দর ঘোষণা করা হয়েছে। প্রতি কেজি এলপি গ্যাসের দাম ১০৭ টাকা ০১ পয়সা এবং লিটারপ্রতি অটোগ্যাসের দাম ৫৮ টাকা ৮৭ পয়সা করা হয়েছে। আগস্টের তুলনায় বেড়েছে দাম।  

নতুন দরে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারজাত এ গ্যাস কিনতে ভোক্তাকে ১৪৪ টাকা বেশি গুনতে হবে, লাগবে ১ হাজার ২৮৪ টাকা। আগস্টের এ সিলিন্ডারের দর ছিল ১ হাজার ১৪০ টাকা।

রোববার ( সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেপ্টেম্বর মাসের জন্য ঘোষিত নতুন দর রোববার ( সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সৌদি আরামকোর প্রোপেন বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) প্রতি মেট্রিক টনের দাম যথাক্রমে ৫৬০ এবং ৫৫০ মার্কিন ডলারে উঠেছে। তাই দাম সমন্বয় করা হলো।

 

বিডি/ই/এমকে


মন্তব্য
জেলার খবর