আটঘরিয়ায় স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া বিষয়ক সভা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৩

পাবনার আটঘরিয়া উপজেলায় স্কুল-মাদ্রাসার ৫০তম জাতীয় গ্রীস্মকালীন ক্রীড়া পরিচালনা কমিটির সভা হয়েছে। রোববার (০৩ সেপ্টেম্বর ) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সভা হয়।

সভায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রা রানী মন্ডল, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন, দেবোত্তর দাখিল মাদ্রাসার সুপার মো. জহুরুল ইসলাম, পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফতাব হোসেন, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা মায়া, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, ক্রীড়া শিক্ষক মো. ইয়াছিন আলী মো. মুরশেদ আলম খান প্রমুখ।

 

বিডি/ আফতাব হোসেন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর