জওয়ান মুক্তি পাওয়ার আগে আবারও 'আস্ক এসআরকে' নামে টুইটারে একটি সেশনের
আয়োজন করেন শাহরুখ খান। সেখানেই ভক্তদের প্রশ্নের জবাব দিয়ে হাকেন তিনি। সেখানে তাকে
কেউ কটাক্ষ করলেও ছেড়ে কথা বলছেন না শাহরুখ।
জওয়ান মুক্তি পেতে আর মাত্র ৫ দিনের অপেক্ষা। এরই মাঝে রোববার শাহরুখ খান
আজ আস্ক এসআরকে সেশন করেন। সেখানেই এক ব্যক্তি লেখেন, 'জওয়ানের বুকিংয়ের মধ্যে কতটা
কর্পোরেটের আর কতটা সত্যিকারের?' এই নেটিজেনের কটাক্ষকে কিন্তু এড়িয়ে যাননি বলিউড বাদশা।
বরং দিয়েছেন কড়া উত্তর। পাল্টা জবাব দিয়ে লেখেন, 'সোশ্যাল মিডিয়ার মতো জঘন্য কথা
বলো না ভাই। ভালো ভাবনা চিন্তা রাখো, সবার জন্য ভালো মনোভাব রাখি। জীবনের জন্য ভালো।'
পরে তিনি হ্যাশট্যাগ ব্যবহার করে জওয়ান লেখেন।
কিং খানের এই টুইটে অনেকেই কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'কর্পোরেট
বুকিং নয় এগুলো, এটাই শাহরুখের প্রতি তার ভক্তদের ভালোবাসা।' আরেক ব্যক্তি লেখেন,
'স্যার একবার আসাম আসবেন। আমি আপনার সঙ্গেই জওয়ান দেখতে চাই।'
‘জওয়ান’র জ্বরে কাপছে গোটা
ভারত। বেশ কিছু জায়গায় ‘জওয়ান’র শোয়ের টিকেট মুক্তির আগেই শেষ হয়ে গেছে।
বিশেষ করে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে মরিয়া শাহরুখ ভক্তরা।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের মতে, টিকিট বিক্রি শুরু হওয়ার ২৪ ঘন্টারও
কম সময়ের মধ্যে ২ লাখ ৭১ হাজার ১৭৬টি টিকিট বিক্রি হয়েছে! যার ভেতর শুধু মাত্র ছবিটির
হিন্দি সংস্করণের ২ লাখ ৬০ হাজার টিকিট বিক্রি হয়েছে! বাকিগুলো বিক্রি হয়েছে তামিল,
তেলুগু ভার্সনে।
প্রাথমিক রিপোর্ট বলছে, অগ্রিম টিকেট বিক্রির প্রথম দিনেই প্রায় ৯ কোটির
টিকিট বিক্রি করে ফেলেছে ‘জওয়ান’।