ক্রিকেটে জয়ের দিনে ড্র করল বাংলাদেশ ফুটবল দল

রবি
০৪ সেপ্টেম্বর ২০২৩

ক্রিকেট-ফুটবল—দুই মঞ্চেই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। ক্রিকেটে দারুণ জয়ের দিনে ড্র করেছে বাংলাদেশ। এশিয়া কাপে ৮৯ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। অপরদিকে ঢাকায় বসুন্ধরার কিংস অ্যারেনায় অভিষেক ম্যাচে আফগানদের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ ফুটবল দল।

 

এই প্রথম কোনো ক্লাবের স্টেডিয়ামে জাতীয় ফুটবল দল ম্যাচ খেলল বাংলাদেশ। কিন্তু প্রথম ম্যাচেই থাকতে হলো জয়হীন।

 

ফিফা ফ্রেন্ডলি ম্যাচে রোববার কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে শুরু থেকে অবশ্য আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে স্বাগতিকরা। কিন্তু সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি একটিও। একের পর এক সুযোগ হারিয়ে গোলহীনই থাকতে হয় বাংলাদেশ।

 

ম্যাচের ৫৪ মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে একেবারে ফাঁকায় বল পেয়ে যান মোরসালিন। সামনে বাধা ছিলেন শুধু আফগানিস্তানের গোলরক্ষক ফয়সাল হামিদি। মোরসালিন পারেননি সেই বাধা কাটাতে। এরপর রাকিব হোসেনও সুযোগ পান। ম্যাচের ৬২ মিনিটে তিনিও আফগান বারের কাছে বল পেয়ে যান। কিন্তু ঠিকানায় পাঠাতে ব্যর্থ হন তিনিও। ম্যাচের প্রথমার্ধেও একাদিক সুযোগ হাতছাড়া হয়। রক্ষণ আগলে রাখলেও একের পর এক সুযোগ হারানোর ম্যাচে জয় নয় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর