শাহরুখের 'পাঠান'কে পিছনে ফেলে ৫০০ কোটির মুখ দেখল 'গাদ্দার ২'

নিজস্ব প্রতিবেদক
০৪ সেপ্টেম্বর ২০২৩

অবশেষে পাঠানকে পেছনে ফেলে এগিয়ে গেল সানি দেওলের 'গাদ্দার ২'। ভারতীয় প্রতিবেদন বলছে হিন্দি সিনেমার ইতিহাসে সবচেয়ে দ্রুত ৫০০ কোটির নজির গড়ল এই সিনেমাটি। এমনকি শাহরুখ খানের 'পাঠান'কেও পেছনে ফেলে দিয়েছে মুক্তির মাত্র ২৪ দিনের মধ্যে।

 

অভিনয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সানি দেওল। কিন্তু ফিরতেই সাফল্যের মুখ দেখলেন ধর্মেন্দ্র পুত্র।  ‘পাঠান’- ‘বাহুবলী’কে টক্কর দিয়ে  ৫০০ কোটির ক্লাবে পা রেখেছে 'গাদ্দার ২'। 

 

পরিসংখ্যান বলছে চতুর্থ রবিবারে অর্থাৎ মুক্তির পর ২৪তম দিনে 'গাদ্দার ২' ভারতের বাজারে ব্যবসা করেছে ৮.৫০ কোটি। প্রথম সপ্তাহে এই ছবির আয় ছিল ২৮৪.৬৩ কোটি। দ্বিতীয় সপ্তাহে আয় হয়েছিল ১৩৪.৪৭ কোটি। তৃতীয় সপ্তাহে ৬৩.৩৫ কোটি। এর সঙ্গে শেষ রোববারের আয় যোগ করলে দাঁড়ায় ৫০১.৮৭ কোটি। সব মিলিয়ে মাত্র ২৪ দিন সময় লেগেছে সানির সিনেমাটি ৫০০ কোটি ছুঁতে। 

 

এর আগে এই সংখ্যা পার করতে ‘পাঠান’-এর সময় লেগেছিল ২৮ দিন। তার খানিকটা পিছনে আছে ‘বাহুবলী-২’। ৩১ দিনে ৫০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল রাজামৌলীর মেগাছবি।

 

ভারতে সর্বোচ্চ উপার্জনকারী হিন্দি ছবির তালিকায় এখন ৩ নম্বরে রয়েছে  'গাদ্দার ২'। সিনেমা বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই এই ছবি ৬৫০ কোটি ছাড়াবে। এখন দেখার শাহরুখকে টপকে সানি প্রথম স্থান দখল করবে কিনা সেটা দেখতেই আগ্রহী সকলে। যদিও এরই মাঝে আসতে যাচ্ছে শাহরুখের আরেক ধামাকা  ‘জওয়ান’। দেশে-বিদেশে অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে এই ছবির। প্রথম দিনে অধিকাংশ শো হাউসফুল। তবে কি জওয়ান এসে বাকি ছবির নজির ভেঙে নয়া নজির গড়বে? সময়ই বলে দেবে।


মন্তব্য
জেলার খবর