আবার কিসের ইঙ্গিত দিলেন পরীমণি?

নিজস্ব প্রতিবেদক
০৪ সেপ্টেম্বর ২০২৩

নানা সময়ে বিভিন্নভাবে জল ঘোলার পর কিছুটা স্থিতিশীল ঢালিউড তারকা রাজ-পরীর দাম্পত্য জীবন। আসলেও কি তাই? দুজনের মাঝে আগের মতো সেই রসায়নও এখন আর চোখে পড়ে না ভক্তদের। আর এরই মাঝে তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিত দিলেন পরীমণি। 


ছেলে রাজ্যকে কোলে নিয়ে ব্রেকফাস্টের একটা ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'কখনো কখনো মা আর সন্তানই নিখুঁত পরিবার। শুভ সকাল আমার পৃথিবী।'


এই ক্যাপশন দিয়েই পরী যেন বুঝিয়ে দিলেন স্বামী শরীফুল রাজকে ছাড়াই পারিবারিক জীবন উপভোগ করছেন তিনি। তাকে আর প্রয়োজন নেই তার। 


যদিও এর আগে ১৭ আগস্ট পরী-রাজকে নিয়ে রাজ্যের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করে টিএম ফিল্মস। যেখানে গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি উপস্থিতিতে রাজ-পরীর আলিঙ্গন মুহূর্তের ছবিও প্রকাশ পায় ফেসবুকে। 


সেই থেকে রাজ দাবি করে আসছেন তারা একসাথে আবারও ভালো আছেন। এখন থেকে এক সাথেই থাকবেন।


তবে এ বিষয়ে এখন পর্যন্ত খোলাসা করে কিছু বলছেন না নায়িকা পরীমণি। বর্তমানে সন্তান আর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।


মন্তব্য
জেলার খবর