মন্তব্য
সাতক্ষীরার শ্যামনগরে নিজের ধানের জমিতে সার দেওয়ার সময় বজ্রাঘাতে আব্দুল আজিজ গাজী (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কৈখালী এলাকায় এ দর্ঘটনা ঘটে। আব্দুল আজিজ গাজী পূর্ব কৈখালী গ্রামের মৃত অমেদ আলী গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, বেলা ১টার দিকে সার দিচ্ছিলেন আব্দুল আজিজ। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান তিনি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বজ্রাঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি/কিশোর কুমার/সি/এমকে