মন্তব্য
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। নিয়ন্ত্রণে নেই তার ডায়াবেটিস-রক্তচাপ। শরীরে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হওয়ায় ঘুমাতেও পারছেন না তিনি।
জানা গেছে, বেগম জিয়ার ডায়াবেটিস-রক্তচাপ উঠানামা করছে। তার শরীরে ক্যালসিয়াম, পটাশিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে। এখনই হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার মতো অবস্থায় নেই। কতদিন তাকে হাসপাতালে থাকতে হবে, সেটা নিশ্চিত করে বলতে পারছেন না চিকিৎসকরা।
২৭ দিন হচ্ছে এ হাসপাতালে চিকিৎসা চলছে তার, ৯ আগস্ট এ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ৭৮ বয়সি এ রাজনীতিক দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, রক্তচাপ, আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।
বিডি/আর/এমকে