ইরানে কয়লাখনিতে বিষ্ফোরণ, নিহত অন্তত ৬

International
০৪ সেপ্টেম্বর ২০২৩

ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশের একটি কয়লাখনিতে বিধ্বস্তের ঘটনায় অন্তত ৬ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায়  আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

দেশটির সেমনান প্রদেশের দামাকান কাউন্টির তাজারে কয়লা খনিতে রোববার সন্ধ্যার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

 

দুর্ঘটনার পরপরই উদ্ধারকারীরা খনি থেকে শ্রমিকদের উদ্ধার অভিযান শুরু করে এবং ১০ ঘন্টার প্রচেষ্টা শেষে আজ (সোমবার) সকালের দিকে ৬ জনের মৃতদেহ বের করে আনতে সক্ষম হয়।

 

ইরানের প্রেস টিভি জানিয়েছে, খনিতে বিপুল পরিমাণ গ্যাস জমে যাওয়ার কারণে সেখানে বিস্ফোরণ ঘটে এবং এতে খনির ভেতরের একটি সুড়ঙ্গ পথ বন্ধ হয়ে যায়। এর ফলে সেখানে শ্রমিকরা আটকা পড়েন।

 

খনিতে কর্মরত বেশ কয়েকজন শ্রমিক গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হয় এবং তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে।

 

ইরানের সমবায়, শ্রম ও সমাজ কল্যাণমন্ত্রী সৌলাত মুরতাজাভি ঘটনা তদন্ত করার জন্য খনি লেখা পরিদর্শন করেছেন। সেমনান প্রদেশের প্রধান বিচারপতি খনির কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন।

 

পার্সটুডে/আরআই


মন্তব্য
জেলার খবর