জীবিকা শুরু তার মুদির দোকানে। এরপর চাকরি করেছেন সিমেন্ট কোম্পানিতে। সেখান থেকে বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমার ভিলেন চরিত্রে অভিনয়।
ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম সেরা অভিনেতা বিজয় সেতুপতির জীবনের গল্প এটা। শাহরুখের 'জাওয়ান' সিনেমায় তার প্রতিপক্ষ হিসেবে থাকছেন বিজয় সেতুপতি।
হিন্দি সিরিজ় ও সিনেমার জগতে যথেষ্ট জনপ্রিয় এ দক্ষিণী তারকা। সম্প্রতি তাকে দেখা গেছে শাহিদ কপূরের সঙ্গে ‘ফর্জি’-তেও। কাজ করেছেন নাইনটি সিক্স , বিক্রম ভেদা, মাস্টার, সুপার ডিলাক্সের মতো নামকরা সিনেমাতে।
কখনও নায়ক, কখনও ভিলেন- দুই চরিত্রেই মাতিয়ে রেখেছেন সিনেমাপ্রেমীদের। বিজয় সেতুপতির জীবনের গল্প সিনেমার মতোই, অনেকটা সিনেমার থেকে থেকেও বেশি।
একসময় বিজয় সেতুপতিকেই ফিরিয়ে দিতেন পরিচালক প্রযোজকরা। তার অভিনয় জীবনে আসার আগের জীবন মোটেও সুখকর ছিল না। তার ক্যারিয়ারের শুরু হয় শর্ট ফিল্ম, টিভি সিরিয়াল, সিনেমাতে হিরোর সাপোর্টিং রোলে।
এরও আগে তার ক্যারিয়ার শুরু হয় মুদি দোকানে কাজ করে। ছাত্র জীবনের শুরুতে হাত খরচের জন্য মুদি দোকানে কাজ করতেন বিজয় সেতুপতি। সবাই উন্মুখ হয়ে অপেক্ষায় বিজয়-শাহরুখের হাড্ডাহাড্ডি লড়াই দেখতে।
বিডি/আরকে/এমকে