আশ্রমে আটকে রেখে ধর্ষণ

১২ মার্চ ২০২১

উত্তর দিল্লির বিজয় বিহার থানার অন্তর্গত রোহিণী এলাকায় আশ্রমে বন্দি রেখে বছরের পর বছর একাধিক নাবালিকা ও নারীকে ধর্ষণ করেছেন স্বঘোষিত ৭৯ বছরের ধর্মগুরু বীরেন্দ্রদেব দীক্ষিত।  তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে এখন বীরেন্দ্রদেব দীক্ষিতকে খুঁজছে ইন্টারপোল।

ভারত পুলিশ তাকে ধরতে না পারায় আন্তর্জাতিক এ পুলিশ সংস্থাটি তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে।  ধারণা করা হচ্ছে, তিনি ভারত থেকে পালিয়ে পাশ্ববর্তী দেশ নেপালে চলে গেছেন। 

ওই এলাকায় আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয় নামে দুর্গসমান আশ্রম থেকেই ২০১৭ সালের ডিসেম্বরে উদ্ধার করা হয়েছিল ৬৭ জনকে। উদ্ধার হওয়াদের মধ্যে বেশির ভাগই নাবালিকা।


মন্তব্য
জেলার খবর