সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাওলানা আলাউদ্দিন নামে এক ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ জামে মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি ওই মসজিদে ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলারই রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামে বাসিন্দা।
জানা যায়, ৮ মাস ধরে মাওলানা আলাউদ্দিন এ মসজিদ ইমামতি করছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মক্তবের শিশুদের ছুটি দেন তিনি। এবরপর মক্তবের দুই শিশু তার খাবার নিয়ে আসে। খাবার রেখে তাদের চলে যাওয়ার কথা বলে মসজিদের পুকুরে গোসল করতে নামেন তিনি।
এদিকে মসজিদের পুকুর ঘাটে তার কাপড় পড়ে থাকতে দেখেন সেখানে গোসল করতে আসা মানুষ। এ সময় তারা ইমামকে খোজাখুজি করে কোথাও পাননি। পরে স্থানীয়রা মসজিদের পুকুরে তল্লাশী চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি/সাকিব আল মামুন/সি/এমকে