সিলেটের গোলাপগঞ্জে রিপা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিম তেরাগুলি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রিপা বেগম পশ্চিম তেরাগুলি গ্রামের বাসিন্দা ও দুবাই প্রবাসী জয়নাল আহমদের স্ত্রী। তিনি ১৭ বয়সী এক ছেলে ও ১৫ বয়সী এক মেয়ের জননী।
জানা যায়, সোমবার সন্ধ্যার পরে নিজের মেয়েকে নিয়ে পাশ্ববর্তী চাচা শশুড়ের ঘরে ছিলেন। সেখান থেকে মা- মেয়ে দুজনেই নিজেদের বাড়িতে ফিরে আসেন। এর কিছুক্ষণ পর পাশের রুম থাকা তার মেয়ে বিকট শব্দ শুনতে পায়। এরপর তাড়াতাড়ি মায়ের ঘরে গিয়ে দেখতে পায়- তার মা ঘরের তীরের সাথে ঝুলছেন। তার চিৎকার শুনে আশ পাশের লোকজন এসে জড়ো হন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক লুৎফুর রহমান জানান, ওই গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি/সাকিব আল মামুন/সি/এমকে