ঈশ্বরগঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরের বারান্দায় ঝুলছিল প্রতিবন্ধী বৃদ্ধের লাশ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভাটিচরনওপাড়া গ্রামের আশ্রয়ন প্রকল্পের ১টি ঘরের বারান্দা থেকে নজরুল ইসলাম (৫১) নামের এক প্রতিবন্ধী বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ওই ঘরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন নজরুল ইসলাম। সোমবার রাতে তারা সবাই ঘুমিয়ে পড়েন। রাতের শেষভাগের দিকে তার স্ত্রী বেদেনা প্রকৃতির ডাকে সাড়া দিতে ওঠে দেখেন- তার স্বামী ঘরে নেই। পরে  বারান্দায় গিয়ে দেখেন- তার স্বামী ঝুলন্ত ঝুলছে।

রাজিবপুর ইউপি চেয়ারম্যান  আব্দুল আলী ফকির জানান, শারিরীক প্রতিবন্ধী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পরিবারের ধারণা, রোগের যন্ত্রণা সইতে না পেরে গভীর রাতে সবার অগোচরে ফাঁস দিয়ে  আত্মহত্যা করেন তিনি।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

বিডি/ হুমায়ুন কবির/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর