নওগাঁর সাপাহারে আন্তঃস্কুল পর্যায়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ৫ ক্ষুদে খেলোয়াড়।
আহতরা হচ্ছে- জয়ন্ত, সজিব, শাহিন, মোরসালিন ও তরিকুল ইসলাম। তারা সবাই উপজেলার তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আহতদের সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে আন্তঃস্কুল পর্যায়ে ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় ও তেঘরিয়া উচ্চ বিদ্যালয়। নির্ধারিত সময়ের মধ্যে কোন পক্ষের গোল না হওয়ায় ট্রাইব্রেকারে জয় পায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় ফটবল দল।
তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের অভিযোগ, জয় পাওয়ার পর মাঠেই তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড়দের ওপর অর্তকিত হামলা চালায় পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। এ সময় তাদের খেলোয়াড়দের মারধর করা হয়। এটা দেখে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের দুইজন শিক্ষক হামলা ঠেকাতে এগিয়ে আসলে তাদেরও হেনস্থা করা হয়।
সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম বলেন, কোনো মারামারি হয়নি। একটু হালকা পাতলা ধাক্কাধাক্কি হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। এতে আমাদের কোন ছাত্র বা খেলোয়াড় জড়িত নয়। খেলা শেষে কিছু বহিরাগতরা এ ঘটনা ঘটিয়েছে।
তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ভুট্টু পাহার বলেন, এবিষয়ে এখনো সুরাহা হয়নি। তবে, প্রতিষ্ঠান প্রধান এবং খেলার আহ্বায়ক সাজেদুল আলম বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আমাদের শিক্ষক ও ছাত্ররা সেখান থেকে চলে আসেন।
বিডি/সি/এমকে