উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন চলতি মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে একটি অস্ত্র চুক্তি হবে। এ চুক্তি বাস্তবায়ন হলে চলমান ইউক্রেনের যুদ্ধে এ অস্ত্র ব্যবহার করবে মস্কো। হোয়াইট হাউসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।
খবরের ভাষ্যমতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে অস্ত্র চুক্তি হতে পারে, এ ধারণা মূলত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। পশ্চিমা গণমাধ্যমগুলো দাবি করেছে, কিম জং উন এ মাসেই রাশিয়া সফরে যাচ্ছেন। ট্রেনে করেই মস্কো যেতে পারেন কিম।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানান, অস্ত্র চুক্তির বিষয়ে দেশ দুটি অনেক দূর অগ্রসর হয়েছে। সম্প্রতি রুশ কর্মকর্তাদের একটি দল পিয়ংইয়ং সফর করেছে। এর আগে পিয়ংইয়ং সফর করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। কিমকে রাশিয়ার কাছে অস্ত্র বিক্রিতে রাজি করাতেই মূলত উত্তর কোরিয়ায় যান সের্গেই শোইগু।
এরপরই পুতিন ও কিমের এ সংক্রান্ত চিঠি বিনিময়ের বিষয়টি প্রকাশ হয়। চিঠিতে দুই নেতা দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক জোরদারের অঙ্গীকারও ব্যক্ত করেছেন।