মন্তব্য
অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়ার খবর আসায় টিকাদান কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে থাইল্যান্ড।
শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর টিকা গ্রহণের মধ্য দিয়ে করোনার টিকার কার্যক্রম উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু এই টিকা গ্রহণ করলে রক্ত জমাট বেধে যেতে পারে এমন খবর আসায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন বন্ধ করে দেওয়া হয়।
থাইল্যান্ডের টিকাদান কার্যক্রম কমিটির একজন উপদেষ্টা পিয়াসাকল সাকোলসআতয়াড্রন বলেন, অ্যাস্ট্রজেনেকার টিকার মান খুবই ভালো। তবু কিছু দেশ এই টিকাদান কার্যক্রম বন্ধ রেখেছে। আমরাও রাখছি।
বিবিসি