ধূমপান-মদ্যপান করেন না যেসব বলিউড তারকা

নিজস্ব প্রতিবেদক
০৫ সেপ্টেম্বর ২০২৩

সাধারণত যেকোনো সেলিব্রিটিরা বিলাসবহুল ও ব্যয়বহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে থাকেন। ধূমপান ও মদ্যপান করা তাদের জন্য খুব স্বভাবিক বিষয় হিসেবেই গণ্য হয়ে থাকে।

 

তবে বলিউডে কয়েকজন তারকা আছেন যারা ফিটনেস ধরে রাখতে ও সুস্থ থাকতে এসব অভ্যাস থেকে থাকেন যোজন যোজন দূরে। যদিও তাদের তালিকাটা খুবই ছোট।

 

অমিতাভ বচ্চন

 

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনকে অনেক সিনেমাতে মদ্যপানের দৃশ্যে অভিনয় করতে দেখা গেলেও তিনি বাস্ত জীবনে একবারেই তেমন নন। আপনি জানলে অবাক হবেন, বলিউডের বিগ বি বাস্তব জীবনে একেবারেই মদ্যপানে আসক্ত নন।

 

অক্ষয় কুমার

 

ইন্ডাস্ট্রির সবচেয়ে ফিট অভিনেতা অক্ষয় কুমার। তিনি কিছুটা ব্যতীক্রম জীবনযাপনের জন্য বলি পাড়ায় বেশ সুনাম অর্জন করেছনে। খুবই সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত জীবনযাপনে অভ্যস্ত অক্ষয় কুমার। এই অভিনেতা দ্রুত ঘুমাতে যান এবং ভোরে জেগে উঠে নিয়মিত ব্যায়াম করেন। আর ধূমপান-মদ্যপান তো একেবারেই করেন না।

 

অভিষেক বচ্চন

 

অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনও চলেন বাবার দেখানো রাস্তাতেই। তিনিও নিজের ফিটনেস নিয়ে খুবই সচেতন। বাবার মতো তিনিও বাস্তব জীবনে ধূমপান বা মদ্যপান করতে একেবারেই পছন্দ করেন না।

 

জন আব্রাহাম

 

বলিউডে অভিনয় ও ফিটনেস নিয়ে জন আব্রাহাম খুব প্রশংসিত হয়ে থাকেন। পর্দায় খুব রাজকীয় দেখালেও আসলে তিনি খুব সাধারণ জীবনযাপন পছন্দ করেন। তিনিও ধূমপান ও মদ্যপান করেন না। এমনকি সব পার্টিতেও অংশ নেন না।

 

দীপিকা পাড়ুকোন

 

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। পর্দায় কিং খানের সাথে সব থেকে বেশি দেখা যায় বর্তমানে তাকেই। তিনি কিন্তু অ্যালকোহল ও ধূমপান থেকে নিজেকে দূরে সরিয়েই রাখেন নিয়েছেন। তবে পার্টিতে মাঝে মধ্যে অংশ নেন।

 

শিল্পা শেঠি

শিল্পা শেঠি ব্যায়াম করতে প্রচুর সময় ব্যয় করেন। এ জন্য তার সবচেয়ে প্রিয় মাধ্যম হলো যোগব্যায়াম। আর তাই তিনিও মদ্যপান ও ধুমপান করেন না।

 

সোনম কাপুর

ফ্যাশনিস্তা ক্ষ্যাত এই নায়িকা নিত্যনতুন স্টাইল দিয়ে সব সময় আলোচনায় থাকেন। তবে সোনম কাপুর অ্যালকোহল ও ধূমপান থেকে দূরে থাকেন সব সময়।

 

সোনাক্ষী সিনহা

দাবাং সিনেমার নায়িকা সোনাক্ষী সিনহা বলিউডে আসার আগে তিনি নিজের ওজন কমিয়েছিলেন। আর এই ওজন নিয়ন্ত্রণে রাখতে অভিনেত্রীকে ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলতে হয়।

 

 তথ্যসূত্র: বলিউড লাইফ, দ্য নিউজম্যান, টাইমস অব ইন্ডিয়া


মন্তব্য
জেলার খবর