এক দশক ধরে ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে: জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার

রবি
০৬ সেপ্টেম্বর ২০২৩

শান্তিতে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। সংস্থাটি বলেছে, ড. মুহাম্মদ ইউনূস প্রায় এক দশক ধরে হয়রানি ও ভয়ভীতির সম্মুখীন হচ্ছেন। সম্প্রতি তিনি শ্রম আইন লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে দুটি মামলার বিচারের মুখোমুখি হচ্ছেন। এ দুটি মামলার রায়ে তার কারাদণ্ড হওয়ার আশঙ্কা আছে।

 

মঙ্গলবার জেনেভা থেকে ওএইচসিএইচআরের হাইকমিশনার ভলকার তুর্ক এক বিবৃতি এ অভিযোগ করেছেন।

 

এ বিবৃতিতে তিনি বাংলাদেশের মানুষের কল্যাণ ও সুরক্ষায় মানবাধিকারকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের কাজের প্রয়োজনীয় নিরাপদ পরিবেশ তৈরি করতে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

ওএইচসিএইচআরের বিবৃতিতে আরও বলেছে, ‘যদিও ড. মুহাম্মদ ইউনূস আদালতে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাবেন। কিন্তু, আমরা উদ্বিগ্ন যে, তার বিরুদ্ধে প্রায়ই সরকারের উচ্চপর্যায় থেকে অপপ্রচার চালানো হচ্ছে। এতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় তার ন্যায়বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি রয়েছে।’

 

বিবৃতিতে বলা হয়, ‘মানবাধিকার সংস্থা অধিকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা আদিলুর রহমান খান ও নাসিরউদ্দিন এলানের বিরুদ্ধে আনা মামলাগুলো আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। এসব মামলার রায় আগামী বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। এসব ফৌজদারি অভিযোগ ১০ বছর আগে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনের সঙ্গে সম্পর্কিত। তারা দুজনই হয়রানি ও ভয়ভীতির শিকার হয়েছেন এবং তাদের সংস্থার নিবন্ধন নবায়ন করা হয়নি।’

 

ওএইচসিএইচআরের বিবৃতিতে বলা হয়, সুশীল সমাজের নেতা, মানবাধিকারকর্মী ও অন্যান্য ভিন্নমতাবলম্বী মানুষকে আইনিভাবে হয়রানি বাংলাদেশের নাগরিক সমাজ ও গণতন্ত্রের জন্য উদ্বেগের বিষয়। এসব মামলা বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতার জন্যও খুবই গুরুত্বপূর্ণ।

 

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার যথাযথ প্রক্রিয়া এবং ন্যায়বিচার নিশ্চিত করতে এসব মামলা কঠোরভাবে পর্যালোচনা করতে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

 

আরআই


মন্তব্য
জেলার খবর