বাইডেনের স্ত্রীর করোনা শনাক্ত

রবি
০৬ সেপ্টেম্বর ২০২৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী লেডি জিল বাইডেন। সোমবার করোনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। তবে করোনার জীবাণু পাওয়া যায়নি প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে। এক প্রতিবেদনে হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

 

হোয়াইট হাউস থেকে সোমবার বলা হয়, ৭২ বছর বয়সী ফাস্ট লেডির মাঝে করোনাভাইরাসের হালকা লক্ষণ রয়েছে। তার শারীরিক অবস্থা স্বাভাবিক। বছর খানেক আগে আরও একবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন তিনি।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন থেকে আরও বলা হয়, সোমবার দুপুরের দিকে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টেরও কোভিড পরীক্ষা করা হয়। তবে, পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। তাকে নিয়মিত পরীক্ষা চালানো হবে এবং লক্ষণগুলো পর্যবেক্ষণ করা হবে বলেও হোয়াইট হাউস থেকে বলা হয়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর