সারাবছরই সুতির কাপড় পরতে আরামদায়ক আবার দেখতেও বেশ স্টাইলিশ। কিন্তু পছন্দের সুতি জামাটা কয়েকদিন পর কেমন যেন মলিন হয়ে যায়। বেশি বার ধোয়ার ফলে সাধারণত এমন হয়ে থাকে। তবে সুতির পোশাক কাচার সময়ে কিছু বিষয় মাথায় রাখলে রং আরও বেশিদিন অটুট থাকবে।
১) সুতির পোশাক ডিটারজেন্ত পাউডার বা সাবান দিয়ে না ধুয়ে তরল সাবানে কাচতে পারলে ভালো হয়। এছাড়া সুতির কাপড় যতই নোংরা হোক একে ভুলেও গরম পানিতে ভেজানো যাবে না। এতে রং একেবারে নষ্ট হয়ে যাবে।
২) সুতির কাপড় যদি ওয়াশিং মেশিনে কাচলে ডিটারজেন্টের সঙ্গে এক কাপ ভিনেগার মিশিয়ে দিতে পারেন। এতে কাপড়ের ঔজ্জ্বল্য বজায় থাকবে।
৩) চড়া রোদে সুতির কাপড় মেলবেন না। চড়া রোদ কাপড়ের রং নষ্ট করে দেয়। তাই সুতি কাপড় মেলুন পড়ন্ত রোদে কিংবা ছায়া আছে এমন জায়গায়।
৪) অনেক সুতির কাপড় প্রথম বার কাচাতেই রং উঠে যায়। এ ধরনের কাপড়ের প্রথম বার ধোয়ার সময়ে পানিতে লবণ মিশিয়ে কাপড়টি কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। তারপর সাবান দিয়ে কাচুন। দেখবেন রং উঠবে না। কাপড়ের উজ্জ্বলতাও বজায় থাকবে।