নায়ক সালমান শাহকে হারানোর ২৭ বছর

নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২৩

সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ’র ২৭ তম মৃত্যুবার্ষিকী আজ। মাত্র ২৫ বছর বয়সেই ১৯৯৬ সালের আজকের এই দিনে অসংখ্য ভক্তকে কাঁদিয়ে চলে যান তিনি। তার সেই রহস্যজনক মৃত্যু আজও কাটা হয়ে বিধে আছে সকল ভক্তদের হৃদয়ে। 


ঠিক ২৭ বছর আগে আজকের এই দিনে  ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। সেই রহস্যের জট আজও খোলেনি। দফায় দফায় তদন্ত, প্রতিবেদন দাখিল হয়েছে। কিন্তু তাত সন্তুষ্ট করেনি নায়কের পরিবার কিংবা ভক্তদের। তার পরিবার অর্থাৎ মা নীলা চৌধুরী আজও সালমানের মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ। 


তবে তার মৃত্যু নিয়ে এই ধোঁয়াশাও সালমান শাহের জনপ্রিয়তা এতটুকু কমাতে পারেনি।


বলা হয়, সালমান শাহ ছিলেন কালোত্তীর্ণ নায়ক। তার ফ্যাশন সচেতনতা, স্টাইলিশ চলাফেরা, সাবলীল অভিনয় এই যুগের সাথেও যেন তাল মিলে যায়। ভক্তদের চোখে তিনি আজও  ‘স্বপ্নের নায়ক’।


ক্ষণজন্মা এই নায়কের জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। তার নানা পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ অভিনয় করেছিলেন। অভিনয়ে সালমানের আসা নানার কারণেই। 


সালমান শাহের পারিবারিক নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। তিনি দুই ভাইয়ের মধ্যে বড় ছিলেন। ছোটবেলায় তিনি গান গাইতেন। ইমন নামে তার অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেব ১৯৮৬ সালে। তিনি ছায়ানট থেকে পল্লিগীতিতে পাস করেছিলেন।


মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে এই কালজয়ী নায়কের অভিনয়ে যাত্রা শুরু হয়। পরবর্তীতে আরও বেশকিছু নাটকে অভিনয় করেন তিনি। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে আসেন। সেই প্রথম সিনেমা দিয়েই সালমান শাহ তুমুল জনপ্রিয়তা অর্জন করেন। এ সিনেমার মাধ্যমে চিত্রনায়িকা মৌসুমীও চলচ্চিত্রে আসেন।


সালমান শাহ অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো, ‘তুমি আমার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘বিচার হবে’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘সুজন সখি’, ‘স্বপ্নের নায়ক’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আনন্দ অশ্রু’, ‘বুকের ভেতর আগুন’ ইত্যাদি।


মন্তব্য
জেলার খবর